বাক্‌ ১৪০ ।। শস্য =ঈশ্বর =চুম্বন ।। শুভঙ্কর পাল


চেনা পাহাড়ের গায়ে আগুন
হলদে পাতার নীচে লুকিয়ে থাকা ধর্ম
পুড়ে যাচ্ছে শস্য ও ঈশ্বর
দেয়ালে দেয়ালে গোলাপি আলো জেগে উঠলেই প্রেম ও আগুন উভমুখী  

দীর্ঘ পথ উঠে গেছে জুতো জোড়া নিয়ে
যেন এক লং মার্চ শেষে
পায়ের কাছে জড়ো হয় অবসাদের গুঁড়ো

এখন আর শরীর নয়, দুঃখের আলগা পালক নিয়ে পাখিয়ালি সিম্ফনি
গান গেয়ে ওঠে ঈশ্বরের প্রতিরূপ ও মেয়েটির চুম্বন


                                                                      চিত্রঋণ- শোভিত রায়

No comments:

Post a Comment