বাক্‌ ১৪০ ।। মৃন্ময় চক্রবর্তীর দুটি কবিতা



এমন বেলাটি পেলে

মাঠের ভেতরে আজ কেউ নেই আর
শুধু এপ্রান্ত থেকে ওপ্রান্তে ছুটে বেড়াচ্ছে দিন
গাছের ডাল ধরে বাতাসের ছেলেপুলে হুটোপুটি খেলছে
নদীটাও কেমন তিরতির করে কাঁপাচ্ছে সোনারূপো জল।
এমন অফুরন্ত বেলা পেলে আর কী চাই গো আমার!
শহুরে কাকের মতো উড়ে আসব মাঠের আসরে
নীরস খেজুর গাছে দেখা দেবে রস
ধানের গুচ্ছে গুচ্ছে বাজবে নবান্নের গাঢ় সংকীর্তন।  

বসন্ত মালাই

আর তো কটা মাত্র দিন
তারপর মালাই বরফ কাঁধে বসন্ত আসবে
ফুলের হাওয়া নিয়ে ঘুরবে মাতাল দুপুর।
শুকিয়ে যাওয়া মাঠের ভেতর দিয়ে উড়ে যাবে
শালিকের নতুন শাবক বেনারসি পেয়ারার ডালে।
মাঠের আকাশে এখন একটা মেঘ চাঁদকে মুখোশ পরিয়েছে
আর আমি বেমালুম ভুলে গেছি জ্যোৎস্নার শয়তানি।


                                                            চিত্রঋণ- শোভিত রায়

2 comments:

  1. অর্ঘ্য দত্ত15 March 2020 at 06:17

    বসন্ত মালাই- দারুণ!

    ReplyDelete