বাক্‌ ১৪০ ।। শ্যাওলার চাঁদ ।। রুদ্রদীপ


আত্মবিশ্বাসী মিলনের দিনে, আনন্দমুখর ভিড়ে
নত হয়ে থাকিহাত বেয়ে বিন্দু বিন্দু ঝরে
যায় না-বাজানো সুর


গান শুনতে গেলে, আঙিনায় জেগে থাকা উনোন
মনে পড়ে, রবীন্দ্র সংগীতে মাস্টার্স কাকা আমার
কোনোদিন গান গাইতে পারবেন না জেনে
ডুকরে কেঁদে উঠলেন যেখানে


মাটি লেপা উনোনের পাশে, স্বরলেপা কাকার পাশে
ছেঁড়া তারের তানপুরা, বাসি ছাই...


ছাইয়ের পাশে ছাইপাঁশ

'তোমার হাওয়ায় হাওয়ায়'...
                                                                              চিত্রঋণ- শোভিত রায়



No comments:

Post a Comment