বাক্‌ ১৪০ ।। দীপ্তেন্দু জানার কবিতা



কূটনৈতিক

পার্লামেন্ট বহুদূর

সার্কাসের তাঁবু খুব কাছেই 

আমার মায়ের কপালে ভারতবর্ষ লেখা 
তোমার মায়ের বাহুতে চায়নার ম্যাপ 
সবার মায়ের পিঠে একটা একটা ন্যাশনাল ফ্ল্যাগ

শব্দ ও বাক্যের মাঝখানে 
গোল টেবিল 
টেবিলে মুখোমুখি
বিভিন্ন দেশের  রাষ্ট্রদূত

রুদ্ধদ্বার বৈঠক
চুপ 
তৃতীয় সূর্য অভিযানের ভান চলছে   


যে রক্তে তুমি জাহাজ ভাসাও
সেই রক্ত তোমার নয়

হে প্রভু 

সেই রক্ত আমাদের দান


ডানদিকে কূটনীতি
বামদিকে কূটনীতি
মাঝখানে কূটনীতি 

প্রগতির কথা বলতে বলতে রাষ্ট্রসংঘ বুড়ো হয়


তুমি একটা ভোট 
আমি একটা ভোট
সে একটা ভোট

সমস্ত শিশু এক একটা   
ভোট না দেওয়ার অধিকার





দরজা দাও

দেখিনি 
ওই বাঁকানো ভুরুর চেয়ে দুর্ঘটনাপ্রবণ অঞ্চল  দ্বিতীয়টি দেখিনি
পৌরুষ ওখানেই রেলিং ভেঙে খাদে পড়ে যায় প্রতি জন্মে 

এই রাজনীতি ভালো
এই রাজনীতি খতমের
আর কোনো সূচনা এই মৃত্যুর চেয়ে ভালো নয়

দেখিনি
ওই পায়ের ছাপের চেয়ে শ্রেষ্ঠ কোন ভাস্কর্য  দ্বিতীয়টি দেখিনি
ও সুন্দর তোমার সৌন্দর্য দেখে
সুন্দর নিজেও ধন্য হয়

একটা দড়ির মই মানে উদ্ধার
উদ্ধার মানে বাড়িয়ে দেওয়া একটা হাত
আর একটা হাত মানে
গোটা ইউরোপ

শস্য দেখলে খুঁটে খাও
হুস্‌ বললে উড়ে যাও 
এইতো জীবন 
আর প্রেম  উচ্চাকাঙ্ক্ষী পাখি ছাড়া কিছু নয়

দেখিনি
ওই লালচে টিপের চেয়ে ধনী কোন রাষ্ট্র  দ্বিতীয়টি দেখিনি 
চাঁদের পিঠে কান্না ঝরলে চাঁদও তার শরিক
দরজা দাও 
যে এসেছে সে একজন বৈধ নাগরিক


                                                  চিত্রঋণ- শোভিত রায়

No comments:

Post a Comment