বাক্‌ ১৪০ ।। রাহেবুলের কবিতা



হরেক

মই ধর, ধরে উঁচু, মৈথুন পেলে।

টালত সই টংঘর। তুইমুঁই থাকি। প্রমোটার কোথা হতে?

সবাইরা টুপি পরছে। পরাচ্ছে। তাহার মাঝে ফেজ টুপি, দ্রুত গতিকে বদল।

সকলই বিচ্ছিন্ন বলে, হলে দোষ আরোপ হয়েছে গিন্নিরে।

কংক্রিট কবিতায় কি কংক্রিটের কবিতায় ইয়ারা একদিন দমকল




লোহিতের ফটোশপ

ধর ধর
মার মার
কাট কাট

।। লোহিতের ফটোশপ জুড়ে পিয়া মোর ।।

কাট কাট
মার মার
ধর ধর

।। লোহিতের ফটোশপ ।।

রে
পিয়া
মোর






ব্লিডিং বরষে হৃদি

হন্যে হয়ে খুঁজি যে চুম্বনটি হালাল

ইত্যাদি

অপর সিসি ক্যামেরা: উইড়া যায়রে চকোয়ার পঙ্খি / পইড়া রইলো ছায়া

হরির লুটেরা হে। ধরতি পারবিনে।

এই ঢক কত কথা। কওয়া যায় / যায় না কয়েদ। কবে থেকে?

দৈনদিন সময়ে ব্লিডিং বরষে হৃদি





একটা আহা             

চাঁদ্‌নি রাতি গো
চামচিকা সকল বেরিয়েছে প্রণয়ে।
ওয়েলিং জুড়ে ভ্যাম্পায়াররাজ।

চাঁদ্‌নি রাতি গো।
নির্ঘুম আছেন সই চন্দ্রাবলী

Shunte cheyechhile ekta ahh!

শুনতে চেয়েছিলে একটা আহ্‌!

একটা আহা!


                              চিত্রঋণ- শোভিত রায়

6 comments:

  1. রহেবুল...চমৎকার- প্রীতম বসাক

    ReplyDelete
    Replies
    1. পড়া ও প্রতিক্রিয়া জানানো উভয়ের জন্যে কৃতজ্ঞতা... @প্রীতম বসাক

      Delete
  2. বাহ্।অবিরাম লিখে যাও।আরো পড়তে চাই

    ReplyDelete
    Replies
    1. পড়া ও প্রতিক্রিয়া জানানো উভয়ের জন্যে ধন্যবাদ জনাই... সাবধানে থাকুন, ভালো থাকুন এই দুর্বিষহ করোনার দিনগুলিতে...

      Delete