বাক্‌ ১৪০ ।। আসরফি ।। মণিদীপা সেন



নিভে যাই।
তারপর
তোমার অন্ধকারে ঘনিয়ে উঠি। এ এক আকাট সত্য 
আলো 
মিথ্যা, 
সাদা মিথ্যা। যা সত্য, তাও...


 না লেখার, না বলার সকল উদভ্রান্ততাকে শব্দাচারে ঢেকে দিতে কবিতার বা কবি তার উৎস খুঁজে পায় বা চায়। আলোর অসত্যবাদী  যত্ন উপেক্ষা করে পা থেকে মাথা পর্যন্ত কাচ ছোঁয়। খোলা চোখে হাত বুলিয়ে দ্যাখে সমতল। যা তুমি দেখছো, তার উঁচু নেই, নিচু নেই। 



গুটিয়ে যাও। ভাঁজে ভাঁজ নৌকা। ভাসো। কাগজের বন্দরে স্তম্ভিত লাইটহাউজ জিভ ছড়িয়ে দিচ্ছে।  চকের গুঁড়োর ন্যায় খসখসে আলোতে প্রকৃত জাহাজ জলের দিকে ফিরে যায়। পাখা জল কাটে। কাপড়ের শরীরে হাওয়া জমে। 


এভাবেই হয়। এক সোনার মুদ্রায় শতাধিক শস্য লেখা থাকে।  তার একটা একটা মাটিতে পড়ে। মিশে যায়।
উপরে ওঠার আগে কতটা নিচে নেমে যায় সে!
বস্তুত, নিভে যায়। 
তারপর
ঘনিয়ে ওঠে... 


                                                                                                     চিত্রঋণ- শোভিত রায়

1 comment: