বাক্‌ ১৪০ ।। দৃশ্যকবিতা ।। বিনায়ক দত্ত



ছবির সাথে Text এর বা Text এর সাথে ছবির, কোন মিল থাকতে নাও পারে।

জীবনে, মিথ্যের কোন জায়গা নেই। আছি, একটা সত্য। পৌঁচ্ছে, একটা সত্য। মাঝে কোনো দূরত্ব নেই। সময় আছে। রেস আছে। আমাকে বাটনটা ( Baton) দিতে, পেছন থেকে ছুটে আসছি 'আমি'। আবার আমাকে দেওয়া মাত্রই ছুটতে শুরু করছি 'আমি'-ই।

3 comments:

  1. :)
    তোমার থেকে এমন প্রকাশ প্রত্যাশিত বিনায়ক।

    যারা একে শামুকীয় বা স্পাইরাল ভাববে... তাদের ভুলটা ভেঙে দিও সাহস করে।
    তারা ভাল করে তাকিয়ে দেখুক... এগোতে এগোতে একটা কমফর্টেবল জোনের বাইরে ঠেলে দেওয়ার ব্যাপার আছে - হয় সদা, না হয় কালো। এর কোনো মাঝামাঝি নেই।

    ReplyDelete
  2. অনুপম মুখোপাধ্যায় স্যার একটা ব্যাপার ঠিক করেননি ।ছবিটা কেউ সেভ করলে তার জন্য চার্জ লাগবে ,এটা লিখে দেওয়া উচিত ছিল ।

    ReplyDelete