বাক্‌ ১৪০ ।। ক্রীসমাসের সন্ধ্যাগুলো ।। পৌলমী গুহ




শীত শেষ হয়ে যাবে বলে ঘর ভেঙে ফেলি
বালিহাঁসের বুকের মতোই নরম,
স্মৃতি দের আর্তনাদ শিশিরে পরিণত হলো
অতঃপর ভুল করতে করতে
কদাপি ঠিক করিব না-তে দ্বন্দ্ব আটকে গেছে,
ঘরে ফেরা নেই


ফাদার ক্রীসমাস,
ইউরোপের পালা সেরে
একবার এদিকে তো আসতে পারেন
সন্ধ্যায় পুকুর থেকে কুয়াশা ওঠে এখনও
পরিযায়ী হুতাশন ডানা মেলে বন্ধ খামে
ধরুন যাদের ঘর চলে গেছে, ঘর তো দিতে পারেন?
অথবা দেশ? রাষ্ট্র? কাগজ? কিছু একটা?
একবার শীতের সন্ধ্যায় ওম তো দেওয়াই যায়
দূরাগত বিপ্লবের?


এইটুকু মুঠোতে আঁটোনি তুমি
তাই শহরে শহরে ঘুরে বেড়াই,
নিজেকে ক্ষমা করে দিতে ইচ্ছে হয়


বিপ্লব ক্ষয়ে গেলে একবার চৌকাঠে দাঁড়িও
দেখো, আদর-লতা ভরে উঠেছে...


আবার স্বপ্নেরা শিশু হয়ে বুকে নরম হয়
তুমি আঙুলে মুক্তি জড়িয়ে এসেছো
"বড়ো দেরি হয়ে গেছে!"
এর বেশি বলিনি কিছুই
ঠোঁটে ঠোঁটে যন্ত্রণার সুর মিলে গেছে
"বড়ো দেরি হয়ে গেলো!"

এর বেশি কিছুই নয়

                                        চিত্রঋণ- শোভিত রায়

No comments:

Post a Comment