বাক্‌ ১৪০ ।। প্রত্নচিত্র ।। অনির্বাণ দাশ








বহুদিন বসে আছি। 

                         নক্ষত্রের আলো
শুধু এসে পড়ে ঘরে। চাঁদ নেই সূর্য 
গেছে অস্তাচলে কবে। কিছু নেই আলো

এই গুহার আঁধারে অ্যাকদিন আদিম
মানবের দল এসে বাসা বেঁধেছিল। 
ছবি এঁকেছিল গাত্রে।  ভালো বেসেছিল
যার যাকে ভালো লাগে। শরীরে শরীর 
মিশে গিয়ে আমাদের জন্ম দিয়ে গ্যালো।

অন্ধকারে তুলে নিই জীর্ণ করোটিকা 
যারা সেই ইরোটিক গুহাশয্যা পেতে
রেখেছিল যাপনের। 

পাথরের অ্যাক চাঁই সরে গিয়ে দেখি
আলো আসে।  দূরে বহু দূরে দূরে দেখি
হাইরাইজ ফ্ল্যাটে ফ্ল্যাটে অন্ধকার গুহা। 

অ্যাকটা ছবি এঁকে যাবো তবেই বেরোবো।
প্রথম মানুষ সেই ছবিটা আঁকেনি
কিম্বা ভেবেছিল মনে।

কীর্ণকরা ঊর্ণাজাল রেখেছি উদরে। 
বীতকাম শস্যমাঠ দূর দিগন্তরে।।


                                                  চিত্রঋণ- শোভিত রায়


8 comments:

  1. শব্দের কাজ ভালো লেগেছে

    ReplyDelete
  2. বাহ্।অনির্বাণের কাব্যসংগ্রহের অপেক্ষায় আছি।
    অশোকনগর তো?

    ReplyDelete
  3. আমি 'দাশ'। কোতুলপুর,বাঁকুড়া

    ReplyDelete
  4. বেশ লাগলো... আরও পড়তে চাই...

    ReplyDelete