বাক্‌ ১৪০ ।। ৩২ বছর ।। রাণা বসু



জোনাকির মতো আলো নিয়ে ঘুরছি আজকাল

বড় বেশি অন্ধ হয়ে উঠছি

কীরকম শীতের আবেশ

আর সোনালি চা নিয়ে

লুডোয় ডুবে আছি



হয়ত সিগারেট আছে

আছে বিদেশি মদও

তবু যেন পাশ কাটাতে গিয়ে

চা দোকানির মেয়ের বুক থেকে

জামার ভাঁজে চোখ চলে যাচ্ছে

নিয়মিত অন্ধ হয়ে চলেছি ক্রমশ



সন্দেহ থেকে বেরিয়ে আসা মন্তাজ

মিশে যাচ্ছে হাওয়ায়

আমি ফুরফুর করে ছিঁড়ে যাচ্ছি একটু একটু

বাথরুমের ভেতর স্থির হয়ে বসতে পারি না আর

বিকেল আর সন্ধ্যের ফাঁকটুকু পেরিয়ে

বড় হতে ইচ্ছে করে রোজ



শুধু চোখের মায়া কাটিয়ে উঠতে পারি না বলেই

ফেলে আাসা পথটুকু ফিরে ফিরে চাই

যে পথের গন্তব্যে

একটা জোনাকি

তার আলো হারিয়ে

অন্ধকারে আমার মতো কাউকে খুঁজছে


                                        চিত্রঋণ- শোভিত রায়

No comments:

Post a Comment