বাক্‌ ১৪০ ।। সুড়ঙ্গ ও শাবলের কবিতা ।। অরিত্র চ্যাটার্জি



আমার কোনো মহাজাগতিক রাগ ছিল না
তাই ইদানীং আমি কেবল সুড়ঙ্গের কবিতা লিখি,
সুড়ঙ্গ ও শাবল – যেমন কারণ ও কার্য  একে অপরের
পরিপূরক কি? এই সব বিভ্রান্তি আমাকে পায়
যখন নিজস্ব শাবল সহকারে নারীদেহের সুড়ঙ্গের ভেতর
পৃথিবীর জ্যান্ত, গরম পেটের  ভেতর প্রোথিত হচ্ছি,
মাথার আদিম প্রজাপতি  তলিয়ে গিয়েছে ঐ গোল সুপ্রাচীন গহ্বরে;  
একদিন গোপন সুড়ঙ্গ পেরিয়ে পৃথিবীর ল্যাবিরিন্থ সদৃশ
পেটের উপর উঠে বসেছিলাম, এই আকস্মিকতা
এখনও আশ্চর্য করে, আমি ইঙ্গিতের অপেক্ষা করি
সমস্ত কোলাহল থেকে সন্তর্পণে নিজেকে সরিয়ে রেখে
এখন আর আমার কোন মহাজাগতিক রাগ হয় না,
নাহলে এই সব অন্যূন শাবল সহযোগে কবিতায়
কার্য ও কারণের চিরন্তন বিভ্রান্তি আমি ভেঙে দিতাম।

                                                                 চিত্রঋণ- শোভিত রায়



3 comments: