বাক্‌ ১৪০ ।। রাধা চূড়ায়, কৃষ্ণ নেই ।। অভিষেক ঘোষ





দুঃখ বিভ্রম তোমায় নিয়ে যাওয়া উচিত লাল পায়ে,
পা তুললে জঙ্গল কথা বলবে।
বলবে আমায় তুমি, এখনও আজও ভেবে কথা
বলছ না।
এই যে আজ রাতে, টলছ না মদ খেয়ে,
সেই তো নতুন শুরুর আগামী মুত্র।
আমাদের সুত্র হারিয়েছে কত কাল আগে।
সুতোগুলো হারিয়ে গিয়ে মাঝে মাঝে আমার
ছাদে এসেই পড়ে রোজ।
আমি গুটিয়ে রাখি। কাউকে দুমড়ে দেওয়া
যায় না।
ওরা ঘুড়ি নয়। অন্তত কাগজের ঘুড়ি নয়।
প্লাস্টিক বর্জনীয়।

                                                  চিত্রঋণ- শোভিত রায়

No comments:

Post a Comment