বাক্‌ ১৪০ ।। কোজাগরী ।। রাজর্ষি দে



এক থালা ঘোর লাগা চাঁদ
ব্যালকনি থেকে ছোট্ট লাফে
উলটো দিকের অলক্ষ্মীর বারান্দায়
সেখান থেকে ফানুস করে উড়িয়ে দিলে
আরো আরো ঊর্ধ্বমুখী 

এ শহরে লক্ষ্মীআঁকা পা সব ভদ্র বাড়িতে 
গুটিকয় চন্দ্রাহত নেশাড়ুরা
এক পয়েন্ট জ্যোৎস্না চার্জ করে আয়ুষমুখী শিরায়

মাটির গা থেকে চামড়া তুলে নিয়ে দেখুন জজসাহিবা
এখনো তরল আগুন বহমান
আকাশ থেকে সফেন অগ্নুৎপাতে সিধা টরেটক্কা হয়

তবু মানুষ বড় লক্ষ্মী হয়ে গেছে
ভেগান টেগান ইত্যাদি প্রভৃতি! 
শুধু বেখায়ালি ওষ্ঠে শ্বদন্ত পড়লে শোনা যায়
আদিমতার ডাক
কো জাগতি, কো জাগতি?”

                                                  চিত্রঋণ- ভোর মুখোপাধ্যায়

6 comments:

  1. আরেব্বাস। কী তীব্র বাঁক নিল শেষ পর্যন্ত ! দারুণ লেখা, রাজর্ষি । আর সত্যি কথা কী জান? মাধবীলতা তোমার টার্নিং পয়েন্ট।

    ReplyDelete
    Replies
    1. কী আর বলি প্রসূনদা। তোমাদের উৎসাহ নিয়েই চলি।

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Replies
    1. ধন্যবাদ। যদিও আপনার নাম বুঝতে পারলাম না।

      Delete